এনসিপিকে ‘কমেডি পার্টি’ আখ্যা দিলেন তাসনিম খলিল

আরটিভি নিউজ

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ১১:৫৭ পিএম


এনসিপিকে ‘কমেডি পার্টি’ আখ্যা দিলেন তাসনিম খলিল
ছবি: সংগৃহীত

সদ্য গঠিত নতুন রাজনতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কমেডি পার্টি আখ্যা দিয়েছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।  

বিজ্ঞাপন

বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আখ্যা দেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, আমার মাঝে মাঝে মনে হয় জানাক (জাতীয় নাগরিক কমিটি)/এনসিপির নীতি-নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা- যার মাধ্যমে জানাক/এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপিংয়ে পরিনত হয়। 

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেইল করে। এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এতো দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে। 

নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিলের এই পোস্টে নাজিম উদ্দীন নামের একজন কমেন্ট করেন আশা করেছিলাম (এনসিপি) শক্তিশালী একটি বিরোধী দল হবে । কিন্তু কার্যক্রম হতাশাজনক। 

একই পোস্টে দেলওয়ার হোসেন নামে অপর একজন লিখেন, এদের (এনসিপি) প্ল্যাটফর্মে একাধিক মতাদর্শের মানুষ রোল পজিশনে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission