ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

দীর্ঘ ১৭ বছর পর নেত্রকোণায় বাবরের ঈদ উদযাপন 

আরটিভি নিউজ

শনিবার, ০৭ জুন ২০২৫ , ১২:০৭ পিএম


loading/img

প্রায় ১৭ বছর ধরে ছিলেন কারাগারে। এরমধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নেন। সবার মনেই ছিল প্রশ্ন—কবে কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর? সেই প্রশ্নের উত্তর মেলে চলতি বছরের ১৬ জানুয়ারি। মুক্তি পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নতুন খবর হলো, এবার দীর্ঘ ১৭ বছর পর নিজের গ্রাম ভাদেরায় ঈদ করছেন তিনি। 

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সচিব মির্জা হায়দার আলী বলেন, গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এরপর আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শনিবারই (৭ জুন) তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, ১৭ বছর কারাভোগের পর এবার লুৎফুজ্জামান বাবর গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করছেন। এই খবরে মদনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ২য় বারের মতো এমপি নির্বাচিত হয়ে বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |