বিএনপির পরিণতিও আ.লীগের মতো হবে: শাকিল উজ্জামান 

আরটিভি নিউজ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০১:২২ এএম


বিএনপির পরিণতিও আ.লীগের মতো হবেঃ শাকিল উজ্জামান 
ছবি: সংগৃহীত

নিজেদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির পরিণতিও আওয়ামী লীগের মত হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। 

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে আয়োজিত এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। এদিন পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের দ্বারা নুরুল হক নুরকে অবরুদ্ধ করা ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

শাকিল উজ্জামান বলেন, যে বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬ বছর ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামীলীগের দ্বারা নিপীড়িত, নির্যাতিত ছিল, আজ সেই বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালীতে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ করা এবং নেতাকর্মীদের উপর হামলাই প্রমাণ করে এটা।  

বিজ্ঞাপন

তিনি বলেন, যারা পেশিশক্তি আর চাঁদাবাজির রাজনীতি করবে, তারাই জনবিচ্ছিন্ন হবে। দেশের মানুষ পেশিশক্তি-চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না। বিএনপি যদি তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে তাদের পরিণতিও ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের মতো হবে।

শাকিল উজ্জামান আরও বলেন, গণঅধিকার পরিষদকে ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ দাবিয়ে রাখতে পারে নাই। গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা রাজনৈতিক দল। এই টাঙ্গাইলের মাটিতে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। সারা দেশে গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে। 

টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগরের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবীর হোসেন, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহসম্পাদক মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি কামরুজ্জামান রানা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission