ঢাকা

কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে দেশের মৌসুমি ফল পাঠাল বিএনপি

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০৬:১০ পিএম


loading/img

কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশের মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব ফল পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী। মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল ফলগুলো গ্রহণ করেন। 

338b21

বিজ্ঞাপন

এ সময় কাতার বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও বিএনপির কাতার শাখার সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

জানা গেছে, লন্ডনে বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতারের আমিরের বিশেষ এয়ার এম্বুলেন্স পাঠানোর কৃতজ্ঞতাস্বরূপ এই মৌসুমি ফল উপহার পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (২৩ জুন) খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা বিমানবন্দর থেকে এই মৌসুমি ফল পাঠানোর ব্যবস্থা করেন বিএনপির ময়মনসিংহ শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...

Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |