ঢাকা

রংপুরে মির্জা ফখরুল ও দুলুর কুশপুত্তলিকা পুড়লো বিএনপি নেতাকর্মীরা

রংপুর প্রতিনিধি

রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ , ০৩:৩৯ পিএম


loading/img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর কুশপুত্তলিকা পুড়েছে রংপুর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

রংপুর-৩ আসনে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে প্রার্থী না করায় পূর্ব ঘোষিত ২৪ ঘণ্টার আল্টিমেটাম শেষে এ কর্মসূচী পালন করে তারা।

শনিবার রাতে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা দলের মহাসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের কুশপুত্তলিকাতে আগুন দেয়।

বিজ্ঞাপন

রংপুর-৩ আসনে পিপলস পার্টি অব বাংলাদেশ এর রিটা রহমানকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সঙ্গে রংপুর-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জাতীয় এক্যফন্ট প্রার্থী শাহ রহম উল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ওই আসনের বিএনপির নেতা কর্মীরা।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |