মহাপরিকল্পনা বাস্তবায়নে ধারাবাহিকতা দরকার: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮ , ০১:১৪ পিএম


মহাপরিকল্পনা বাস্তবায়নে ধারাবাহিকতা দরকার: প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকার উন্নয়নের যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, তা বাস্তবায়নে এ সরকারের ধারাবাহিকতাও দরকার।

বিজ্ঞাপন

এজন্য নৌকায় আবারও ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, সমগ্র বাংলাদেশে আমরা উন্নয়ন করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশের সারিতে আমরা নিয়ে এসেছি। একের পর এক উন্নয়ন করে দেশ পরিবর্তন করেছি।

তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিল, তারা দেশের উন্নয়ন করেনি বরং নিজেদের উন্নয়ন করেছে। দুর্নীতিতে দেশকে প্রথম অবস্থায় নিয়েছিল। আমরা সেই অবস্থা থেকে দেশকে নিয়ে এসেছি। এই ঢাকার ব্যাপক উন্নয়ন আমাদের সরকার করেছে।

এসময় তিনি নৌকায় ভোট দিতে উপস্থিত জনতাকে অনুরোধ করে বলেন, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় জনগণের বন্ধু হয়ে কাজ করে যাচ্ছে। আপনারা আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কাজ করতে দিন।

বিজ্ঞাপন

‘আমাদের রাজনীতিই হচ্ছে এ দেশের কৃষক, শ্রমিক সবস্তরের জন্য। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।’

সোমবার দুপুর ১২টার দিকে তিনি সভামঞ্চে পৌঁছেন। কিছুক্ষণ পরেই তিনি বক্তৃতা শুরু করেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী।

ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সঞ্চালনায় এসয়ম বক্তব্য রাখেন উপস্থিত আওয়ামী লীগ নেতারা।

আরও পড়ুন :

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission