• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

নেত্রীর সততাকে সম্বল করে আমরা এগিয়ে যাব: ওবায়দুল কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুন ২০১৯, ১৮:৪৮
ওবায়দুল কাদের ।। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মানুষের ভালোবাসার চেয়ে একজন রাজনীতিকের জীবনে বড় কিছু নেই। সাহস ও সততা নিয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি। আমাদের নেত্রীর সততাকে সম্বল করে আমরা আগামী দিনেও এগিয়ে যাব।

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সোমবার (২৪ জুন) বিকেলে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজ আমরা শপথ নেব, নির্বাচনের আগে দলের পক্ষ থেকে যে ইশতেহার দিয়েছি তা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো। আমরা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ বাস্তবায়ন করব। ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল দল হিসেবে আমরা এগিয়ে যাব।

নেতাকর্মীদের উদ্দেশে তিন বলেন, আমাদের শপথ নিতে হবে যেকোনো মূল্যে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। নেতৃত্বে সততা বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করছে। আগামীতে আমরা ট্র্যাডিশনের সঙ্গে টেকনোলজির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়নের কাজ অব্যাহত রাখব।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন, পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল
তিন দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরের পিএস মতিন 
ওবায়দুল কাদের অবস্থান করছেন সন্দেহে বাড়ি তল্লাশি, অতঃপর...
কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা