পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার: মির্জা আব্বাস

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০১৯ , ০২:৪৯ পিএম


পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ইলিশ দেয়ার পর ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে সরকার। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে সরকার। টিসিবি ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি করতে পারলে বাজারে ১২০ টাকা কেন?

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি জানাচ্ছি। তিলেতিলে বেগম জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, এ সরকার অবৈধভাবে রাতের আঁধারে ভোট ডাকাতি করে পুলিশের সহায়তায় ক্ষমতায় রয়েছে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যাবাদী এবং অপরাধী বানানোর জন্য রাষ্ট্রের ৪৫ হাজার কোটি টাকা খরচ করেছে বলে টিআইবি এক জরিপে বলেছে। আমার প্রশ্ন হলো আপনারা এত টাকা পেলেন কোথায়? এই সব কার টাকা?

মির্জা আব্বাস প্রশ্ন রেখে বলেন, এ সরকার জনগণকে ভয় পায়। এজন্য তারা সিলেট, ময়মনসিংহ ও রাজশাহীতে বিএনপির জনসভায় বাধা দিয়েছে। এত কিছুর পরেও নেতাকর্মীরা হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়েছে। এটি আমাদের জন্য আশাব্যঞ্জক খবর। এ সরকার আমাদেরকে সবসময় আদালতের বারান্দায় ঘোরাচ্ছে। আমি রাজশাহী থেকে এসে বাসায় যেতে পারিনি। সাথে সাথে আদালতে যেতে হয়েছে।

মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, কৃষক দলের সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

বিজ্ঞাপন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission