ঢাকাMonday, 14 April 2025, 1 Boishakh 1432

ধর্ষণের বিচার দ্রুতবিচার ট্রাইব্যুনালে চান আখতার

আরটিভি নিউজ

শনিবার, ০৮ মার্চ ২০২৫ , ১০:৩৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ধর্ষণের বিচার দ্রুতবিচার আদালতে করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আমরা মাগুরার ঘটনাসহ অন্যান্য যত ঘটনা আছে, প্রতিটা ধর্ষণকাণ্ডের বিচার যেন দ্রুতবিচার আদালতে করা হয়। এ বিষয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। 

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) রাতে মাগুরার সেই শিশুর সার্বিক খোঁজখবর শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

আখতার বলেন, এখন পর্যন্ত যে বিচার কাঠামোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিচার ব্যবস্থায় যে সংস্কার আনার কথা সেটা এখনো আলোর মুখ দেখেনি।  আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে, তদন্তগুলো দেরিতে হওয়ার কারণে তদন্তগুলো সঠিকভাবে আসে না। যার কারণে যারা ভিক্টিম তারা সঠিক বিচার পান না। বাংলাদেশের গোটা ক্রিমিনাল বিচার ব্যবস্থাতে নানা মাত্রায় গলদ রয়ে গেছে। 

বিজ্ঞাপন

বাংলাদেশে বিচারালয় যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার করতে সক্ষম হয় তেমন একটি বিচার বিভাগ আমরা প্রত্যাশা করে আখতার বলেন, ৫৪ বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি। আমরা যেন গোটা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি। আমাদের কোনো ভিক্টিমকে যেন বিচারের দাবিতে আর কাঁদতে না হয়।  

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |