ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর পেল বাংলাদেশ

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০৩:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আগামী জুন মাস থেকে আবারও চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।  সুখবর থাকছে দেশটিতে বসবাসরত অবৈধ কর্মীদের জন্যও।  শিগগিরই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া থাকা অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় দেশটির স্বরাষ্ট্র, মানবসম্পদ এবং কৃষি ও প্লান্টেশন মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভা শেষে জানা গেছে এ তথ্য।  এতে মন্ত্রণালয়গুলোর মন্ত্রী ছাড়াও উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রায় ১০ লাখ বিদেশী কর্মী নিয়োগের বিষয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  তবে, কোন প্রক্রিয়ায় বিদেশী কর্মী নিয়োগ করা হবে, সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনো খোলাসা করেনি মালয়েশিয়া সরকার।

বিজ্ঞাপন

এছাড়া, কোন দেশ থেকে কী পরিমাণ শ্রমিক নিবে মালয়েশিয়া, সেই বিষয়টি নিয়োগকর্তা কোম্পানিগুলো ঠিক করবে বলে জানিয়েছেন দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |