ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

আরটিভিতে আসছে তুর্কি ড্রামা সিরিয়াল ‘মোস্তফা’

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০২:২৮ পিএম


loading/img

দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ড্রামার। অনেকেই আগ্রহ নিয়ে এখন এসব ড্রামা দেখে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার আরটিভি নিয়ে আসছে আরেকটি জনপ্রিয় রোমান্টিক থ্রিল তুর্কি ড্রামা ‘মোস্তফা’। 

বিজ্ঞাপন

মোস্তফা একজন নীতিবান পুলিশ অফিসার। এ পৃথিবীতে সবচেয়ে বেশি তিনি ভালোবাসেন তার ছেলেকে। একদিন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি একটি ফাঁদে পরে যান। তাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মিথ্যা মামলায়, যা তিনি করেননি। এরপর তিনি এক বছরের জন্য বন্দী থাকেন এবং এ কারণে তিনি তার ছেলের হেফাজত হারান। মোস্তফার শ্বশুর তার ছেলেকে নিয়ে যায়। 

rtv-online

বিজ্ঞাপন

এক পর্যায়ে মোস্তফা তার ছেলের হেফাজত  এবং তার চাকরি ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠের। মোস্তফা কি পারবেন নিজের চাকরি ও সন্তানকে ফিরিয়ে আনতে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে তুর্কি ড্রামা মোস্তফায় । যদিও তুর্কি ভাষায় এই ড্রামার নাম ছিলো পয়রাজ কারায়েলে। সিরিজটির বাংলা নাম রাখা হয়েছে মোস্তফা। 

২৪১ পর্বের এই সিরিজটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি । এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল,মুসা উজুনলার সহ জনপ্রিয় আরো অনেক তুর্কি তারকা । এই সিরিজটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |