বিসিবি প্রেসিডেন্টস কাপ

প্রথম ম্যাচেই বৃষ্টির বাগড়া

আরটিভি নিউজ

রোববার, ১১ অক্টোবর ২০২০ , ০২:০২ পিএম


cricket live, live cricket, online, cricket live score, live cricket tv, star sports, live, star sports football, hotstar football live, cricket channel, Bangladesh, cricket live score, live cricket score cricbuzz
ছবি- সংগৃহীত

প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেটে ফিরতেই বৃষ্টির বাধা। বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে নাজমুল একাদশের বিরুদ্ধে ব্যাট করছিল মাহমুদুল্লাহ একাদশ। খেলা তিন ওভার গড়াতেই বৃষ্টি শুরু হয়।

বিজ্ঞাপন

রোববার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন মাহমুদুল্লাহ একাদশকে ব্যাট করতে পাঠিয়েছেন নাজমুল একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুরে মাহমুদুল্লাহ একাদশের হয়ে ব্যাট হাতে মাঠে নামেন লিটন দাস ও নাঈম শেখ।

বিজ্ঞাপন

অন্যদিকে নাজমুল একাদশের হয়ে তাসকিন আহমেদ দুই ও আল আমিন হোসেন এক ওভার বোলিং করেন।

কোনও উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে যখন যোগ হয়েছে ১৭ রান। তখনই বৃষ্টি শুরু হয়।

৭ বলে ৭ রান করেছেন লিটন ও ১১ বলে খেলে ৯ রান করেন নাঈম শেখ।

বিজ্ঞাপন

ম্যাচটি সরাসরি দেখা যাবে এই লিঙ্কে

মাহমুদুল্লাহ একাদশ

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস,  ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি,  আমিনুল ইসলাম বিপ্লব ও রাকিবুল হাসান।

মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান,

নাজমুল একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, নাইম হাসান ও রিশাদ হোসেন।

আরও পড়ুনঃ

ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি!

ওয়েলসের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়

ওয়াই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission