ভারতের বিপক্ষে দুই টেস্টে মোট রান করেছেন ১০। ১, ১*, ০, ৮ এই হচ্ছে স্টিভ স্মিথের চার ইনিংসের রান। বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান তারকা। অফ ফর্মে থাকা স্মিথকে নিয়ে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে সাবেক অজি অধিনায়ক কিম হিউজ বলেছেন স্মিথের সমস্যাটা মানসিক।
করোনা পরবর্তী ইংল্যান্ড সফরে যায় অজিরা। এরপরই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলেন স্মিথ। সবশেষ ঘরের মাঠে চলমান ভারতের সিরিজে জাতীয় দলের জার্সিতে খেলছেন। দীর্ঘ সূচি দলের সঙ্গে বায়ো বাবলে রয়েছেন স্মিথ। কিংবদন্তি কিম হিউজ মনে করেন, স্ত্রী দানি উইলিসের সঙ্গে অনেকদিন দেখা করতে না পারায় মানসিকভাবে ভালো অবস্থায় নেই স্মিথের।
তিনি বলেন, ‘স্মিথ বিশ্বমানের ক্রিকেটার। কিন্তু এই সিরিজে তার চেনা ফর্মে নেই। কোয়ারেন্টিনের কারণে সাড়ে চার মাস স্ত্রী দানির সঙ্গে তার দেখা হচ্ছে না। সঙ্গীর থেকে দূরে থাকার কারণে মানসিকভাবে সে ভালো নেই।’
অ্যাডিলেড ও মেলবোর্নে ব্যাটে হাসেনি অভিজ্ঞ স্মিথের। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর অবশ্য স্ত্রী দানির সঙ্গে সময় কাটিয়েছেন স্মিথ। দূরত্ব দূর হয়েছে এই জুটির। ধারণা করা হচ্ছে আগামী ৭ জানুয়ারি সিডনিতে সিরিজের শেষ টেস্টে স্বমহিমায় দেখা যাবে স্টিভ স্মিথকে।
ওয়াই