ঢাকা

সাইফ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে জয়ী

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ , ০৬:২৭ পিএম


loading/img
ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব মোহামেডান ক্লাবকে ২-১ গোলে পরাজিত করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাইফ সাইফ স্পোর্টিং এর মো. আরিফুর রহমান খেলায় প্রথমার্ধের ৪৩ মিনিটে নিজ দলের পক্ষে প্রথম গোলটি করেন। এর মাত্র তিন মিনিট পরেই একই দলের নাইজেরিয়ান খেলোয়াড় জন ওকোলি দ্বিতীয় গোলটি করেন। মোহমেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে দলের অধিনায়ক ওরিও নাগাতা দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করে সমতা আনার চেষ্টা করেন।

এর আগে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত। রঙিন বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল ফজল মীর। বক্তব্য রাখেন, পুলিশ সুপার ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ  ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি প্রয়াত বাদল রায়ের স্মরণে  এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |