বৃহস্পতিবার সন্ধ্যায় মোসাদ্দেক হোসেনের মারাঠা অ্যারাবিয়ানস মুখোমুখি হয় ডেকান গ্ল্যাডিয়েটসসের। এই ম্যাচে টস জিতে অধিনায়ক মোসাদ্দেক সিদ্ধান্ত নেন আগে বোলিংয়ের।
ব্যাট করতে নেমে ডেকানের ওপেনার প্রশান্ত গুপ্তর ৩৫ (১৬), ইয়াসির কালিমের ২৮ (১৬) এবং শেষ দিকে আনোয়ার আলীর ১২ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৪ উইকেটে সংগ্রহ করে ১২০ রান।
মারাঠার হয়ে প্রবীণ তাম্বে নেন ১ উইকেট, সোম্পাল কামি নেন ২টি আর সোহাগ গাজী নেন ১টি উইকেট।
আরও পড়ুন :
- বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচী, ভেন্যুতে পরিবর্তন
- ভাবনার উল্টোটা করে দেখালেন মোস্তাফিজ
- আইপিএলে সাকিবের পরবর্তী গন্তব্য কোথায়?
ডেকানের দেয়া ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারাঠার দুই ওপেনারের মন্থর শুরুতে অনেকটা পিছিয়ে যায় দল। তবে চার নম্বরে ব্যাট করতে নামা মোসাদ্দেক হোসেন চার, ছয়ের ঝড় তুললেও হেরে যায় দল।
এই টাইগার ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ২১ বলে সমান ৩ চার ও ৩ ছয়ে ৪৪ রান। তাতে ১০ ওভারে মারাঠার সংগ্রহ হয় ৩ উইকেটে ৯১ রান।
এমআর/