ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে আটটি উইকেট আদায় করেছিলেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৫৮ রানে চারটি ও দ্বিতীয় ইনিংসে ১১৩ রান খরচ করে চারটি উইকেট শিকার করেন তিনি।
ঢাকায় চলছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম ইনিংসে ৭৫ রানে একটি উইকেট তুলে নেন এই অফ স্পিনার। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারের তৃতীয় বলে সায়নে মসলেকে বিদায় করেন তিনি। দ্বিতীয় স্লিপে থাকা মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ২০ সাত রান করা বাম-হাতি এই ব্যাটসম্যান।
টেস্টে ক্যারিয়ারে এটি মিরাজের শততম উইকেট। ১০০ উইকেট পেতে ২৪ টেস্ট লেগেছে ডান-হাতি এই স্পিনারের। যা বাংলাদেশের পক্ষে সবচেয়ে দ্রুততম।
টাইগারদের জার্সিতে ১০০ টেস্ট উইকেট পেতে তাইজুল ইসলাম খেলেছিলেন ২৫ টেস্ট, সাকিব খেলেছিলেন ২৮ টেস্ট, মোহাম্মদ রফিক খেলেছিলেন ৩৩ টেস্ট।
মিরাজ বাংলাদেশের চতুর্থ বোলার যিনি সাদা পোশাকে ১০০ উইকেট নিলেন।
ওয়াই