দুই ম্যাচ জিতে সবার আগে বাংলাদেশ গেমসের ফাইনাল নিশ্চিত করেছ নীল দল। বাকি দুই দলের মধ্যে একদল ফাইনালে সঙ্গী হবে নীল দলের। সেটাও বুধবার নিশ্চিত হয়েছে।
লাল ও সবুজ দলের খেলায় ১৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সবুজ দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ লাল দল। ব্যাটিংয়ে নেমে শারমিনের ১৪০ বলে ৭২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে।
সবুজ দলের হয়ে পান্না ঘোষ নেন ১ উইকেট, দিশা, রিতু মনি ও সানজিদা নেন ২টি করে উইকেট।
লাল দলের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারেই মাত্র ১ রানে দুই ওপেনারকে হারায় সবুজ দল। দলীয় ৩৯ রানের ভেতর ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সবুজ দল।
শুরুতে বিপাকে পড়লেও ৫ম উইকেট জুটিতে রুমানা (৮০*) ও রিতুর (৫১*) অবিচ্ছিন্ন ১২০ রানের জুটিতে ১৬ বল হাতে রেখে ৬ উইকেটে জয় নিশ্চিত করে সবুজ দল।
এমআর/