ঢাকামঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

করোনা পরিস্থিতি বিবেচনায় আইপিএল থেকে সরে দাঁড়ালেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ১০:২৮ এএম


loading/img
রবিচন্দ্রণ অশ্বিন

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত ভারত। তবু চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এমন অবস্থায় টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। 

বিজ্ঞাপন

রোববার রাতে টুইটারে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভারত জাতীয় দলের এই তারকা।

৩৪ বছর বয়সী এই স্পিনার লিখেছেন, ‘আমি এবারের আইপিএল থেকে বিরতি নিচ্ছি। আমার পরিবারের সদস্যরা কোভিড নাইন্টিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এমন কঠিন সময়ে তাদের পাশে থাকতে চাই। সব ঠিক হলে আবারও খেলতে আসবে। ধন্যবাদ।’

বিজ্ঞাপন

নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে জয় পেয়েছে দিল্লি। চেন্নাইয়ের মাঠে জয়ের পরই এমন সিদ্ধান্ত নেন অশ্বিন।

এদিকে রাজস্থান রয়ল্যাসের হয়ে খেলা অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাইও আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। তার পাশাপাশি দেশটির একাধিক খেলোয়াড় ভারত ছাড়তে ইচ্ছা প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে...

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |