ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শাকিরির গোলে বেলারুশ জয় সুইসদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০২:৪৮ পিএম


loading/img

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেলারুশকে ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। দলের পক্ষে একমাত্র গোলটি করেন জর্ডান শাকিরি।

বিজ্ঞাপন

শুরু থেকেই পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। দু’দলই একে অপরকে একের পর এক আক্রমণ করে।তবে প্রথমে গোল পায় সুইজারল্যান্ড। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে জোরালো শটে গোল করে সুইসদের লিড এনে দেন স্টোক সিটির স্ট্রাইকার জর্ডান শাকিরি।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরো বাড়ায় বেলারুশ। তবে সুইজারল্যান্ডের রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা। প্রথমার্ধে আর গোল পায়নি সুইসরাও। ফলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া হয়ে পড়ে বেলারুশ। দ্বিতীয়ার্ধে বেশ ক’বার সুযোগও পায় তারা। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বেলারুশরা।

এ অর্ধে সুযোগ পায় সুইজারল্যান্ডও। তা সত্ত্বেও ব্যবধান বাড়াতে পারেনি সুইসরা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |