বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার ডে-নাইট টেস্টের প্রথম দিনে বোলারদের রাজত্বের মধ্যেও ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন শ্রেয়াস আইয়ার। ১৬ উইকেটের দিনে একমাত্র ব্যাটার হিসেবে ফিফটি হাঁকিয়েছেন শ্রেয়াস। প্রথম দিনে ভারতের ১০ উইকেট তুলে নেওয়ার পরেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। সফরকারীরা ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে আছে।
এদিন ভারতীয়দের পক্ষে নব্বইয়ের ঘরে হতাশায় আউট হয়েও শতকের আনন্দ নিয়ে ফিরলেন শ্রেয়াস। প্রথম দিনশেষে নিজেই জানালেন, এই মাঠে ফিফটি শতকের সমান। আর তাই উদযাপনটা সেভাবেই করেছেন তিনি।
প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত। গোলাপী বলের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে টসে জিতে আগে ব্যাট করতে নামে ভারত। নিজেদের প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে খেলে ৫৯ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
ভারতীয়দের পক্ষে হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কেউ টেস্ট সুলভ ব্যাটিং করেনি। দলের পক্ষে ৯৮ বলে ১০ চার ৪ ছয়ে সর্বোচ্চ ৯২ রান করেন শ্রেয়াস। এ ছাড়া রিশভ পান্ত ২৬ বলে ৭ চারে করেন ৩৯ রান। হনুমা ৮১ বলে করেন ৩১ রান। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নেন লাসিথ এম্বালদুনিয়া এবং প্রাভিন জয়াবিক্রমা।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৮৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দলের পক্ষে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল অ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনাঞ্জয়া ডি সিলভা এবং নিরোশান ডিকভেলা। ম্যাথুজ ৪৩ রান এবং ধনাঞ্জয়া ১০ রান করে ফিরলেও ১৩ করে অপরাজিত আছেন ডিকভেলা। ভারতীয়দের পক্ষে জাসপ্রীত বুমরাহ ৩টি এবং মোহাম্মদ শামি ২টি উইকেট শিকার করেন।
এদিন ব্যাট হাতে সফল শ্রেয়াস নব্বইয়ের ঘরে থেকে বোলারকে চার্জ করতে গিয়ে স্টাম্পড হয়ে ফিরেন। দিনশেষে সংবাদ সম্মেলনে শ্রেয়াস জানান, সেঞ্চুরির আক্ষেপ নেই তার। বরং এই ফিফটি সেঞ্চুরির সমান জানিয়ে শ্রেয়াস বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফিফটিই সেঞ্চুরির সমান। যে কারণে আমি সেভাবেই উদযাপন করেছি। এটি আমার কাছে সেঞ্চুরি করার মতোই অনুভূতি।’
এই ব্যাটার আরও যোগ করেন, ‘এই মাঠে ডিফেন্স করতে গেলেও ব্যাটের কানায় লেগে আউট হওয়ার সুযোগ তৈরি হচ্ছিল। এই উইকেট মোটেও ভালো নয়। এটি নিশ্চিত বোলিংবান্ধব উইকেট। সেঞ্চুরি করতে না পারায় কিছুটা হতাশ হলেও দল হিসেবে ২৫০ ছাড়িয়েছি বলে আমার শতক নিয়ে কোনও আক্ষেপ নেই।’