আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার যাদব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ , ০৫:১৭ পিএম


আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্যকুমার যাদব
ছবি- সংগৃহীত

গতবছর ২০২২ সালটা ব্যাট হাতে দুর্দান্ত সময় কেটেছিল সূর্যকুমার যাদবের। যার স্বীকৃতি পেলেন ভারতীয় তারকা এই ব্যাটার। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই ব্যাটার জিতে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব। 

বিজ্ঞাপন

আরও পড়ুন- টি-টোয়েন্টিতে বর্ষসেরা নারী ক্রিকেটার অস্ট্রেলিয়ার ম্যাকগ্রা

বুধবার (২৫ জানুয়ারি) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সংস্করণে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করে। যেখানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের স্যাম কারান ও জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে টপকে বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সূর্যকুমার।

বিজ্ঞাপন

২০২২ সালে ৩১ ম্যাচে ৪৬.৫৬ গড় ও ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে ১ হাজার ১৬৪ রান করেন সূর্যকুমার। যার ফলে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকা বর্ষে হাজার রানের কীর্তি গড়েন ডানহাতি এই ব্যাটার। এর মধ্যে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ইনিংসে তিন ফিফটিতে প্রায় ৬০ গড় ও ১৮৯.৬৮ গড়ে রান করেন সূর্যকুমার।

আরও পড়ুন- টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও শীর্ষে ভারত

এই ধারা ধরে রাখেন বিশ্বকাপের পর পরই নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজেও। রান সংগ্রাহকের চেয়ে ব্যাটিংয়ের ধরন দিয়েই নিজেকে চিনিয়েছেন সূর্যকুমার। গতবছর ৬৮টি ছক্কা হাঁকিয়ে করেছেন বিশ্বরেকর্ড। তার আগে কোনো ব্যাটার এক বছরে এত ছক্কা হাঁকাতে পারেননি। ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান বছরে দুই সেঞ্চুরির সঙ্গে করেছেন ৯ ফিফটি। 

বিজ্ঞাপন

যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে তার প্রথম সেঞ্চুরিটাই স্মরণীয় হয়ে থাকবে। ইংলিশ বোলারদের ৫৫ বল মোকাবেলায় করেছিলেন ১১৭ রান। আর নিউজিল্যান্ডের মাটিতে করেন বছরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। এই বছরই প্রথমবার টি-টোয়েন্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠেন তিনি। অর্জন করেন ক্যারিয়ার সেরা ৮৯০ পয়েন্ট।

আরও পড়ুন- কোহলিকে ছাড়িয়ে বাবরকেও ছুঁলেন গিল, তবুও এক রানের আক্ষেপ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission