নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত। টুর্নামেন্টটির সর্বোচ্চ তৃতীয় শিরোপা জয়ী তারা। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের পাশাপাশি চ্যাম্পিয়ন হিসেবে মোটা অঙ্কের প্রাইজমানি পেয়েছে ভারত। মিনি বিশ্বকাপখ্যাত চ্যাম্পিয়নস ট্রফির চ্যাম্পিয়নরা পেয়েছে ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আগেই জানিয়েছিল, এবার বাড়বে প্রাইজমানির পরিমাণ। এবারের আগে সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে। ৮ বছর পরের আসরে আইসিসি প্রাইজমানি বাড়িয়েছে ৫৩ শতাংশ।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৪-এর পুরস্কার তালিকা
চ্যাম্পিয়ন:- ভারত পেয়েছে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা (বাজার অনুযায়ী ডলারপ্রতি ১২২ টাকা ধরে)।
রানার্স:- কিউইরা পেয়েছে ১১ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।
ফাইনালের সেরা ক্রিকেটার:- রোহিত শর্মা (৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৩ বলে ৭৬ রান)।
টুর্নামেন্টের সেরা ক্রিকেটার:- রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান ও ৩টি উইকেট)।
গোল্ডেন ব্যাট (সব থেকে বেশি রান):- রাচিন রবীন্দ্র (৪ ম্যাচে ২৬৩ রান, ২টি হাফ-সেঞ্চুরি)।
গোল্ডেন বল (সব থেকে বেশি উইকেট):- ম্যাট হেনরি (৪টি ম্যাচে ১০টি উইকেট)।
সেমিফাইনাল থেকে বাদ পড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। পঞ্চম ও ষষ্ঠ হওয়া দল পেয়েছে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। ১ লাখ ৪০ হাজার ডলার করে প্রাইজমানি উঠেছে সপ্তম ও অষ্টম হওয়া দলের হাতে। এছাড়া, অংশগ্রহণের জন্য ৮ দলের প্রত্যেককে দেয়া হয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার করে।
আর্থিক দিক বিবেচনায় এবারের চ্যাম্পিয়নস ট্রফিটা খারাপ যায়নি বাংলাদেশের। তিন ম্যাচে ২ হার ও ১ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাজমুল শান্তর দল। অংশগ্রহণ ফির পাশাপাশি জয় ছাড়াই আরও আড়াই কোটি টাকা পেয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পেয়েছে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।
আরটিভি/এসআর/এআর