ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ওয়াসিমের ফিফটির পর পোলার্ড ঝড়ে প্লে-অফে এমিরেটস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৬:৪৩ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) প্লে-অফ নিশ্চিত করেছে দুর্দান্ত খেলতে থাকা এমআই এমিরেটস। মোহাম্মদ ওয়াসিমের ফিফটির পর কিয়েরন পোলার্ডের ঝর আবুধাবি নাইটরাইডার্সকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। 

বিজ্ঞাপন

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৮০ রান করে এমআই এমিরেটস। রান তাড়া করতে নেমে ১৬২ রানে অলআউট হয় আবুধাবি। 

একমাত্র আন্দ্রে রাসেল ছাড়া আবুধাবির ব্যাট হাতে কেউ ভালো করতে পারেনি। রাসেল মাত্র ২২ বলে ৪২ রান করে। সঙ্গী হিসেবে কাউকে না পাওয়াতে কাছে গিয়ে থামতে। জো ক্লার্ক দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২২ রান করেন। 
এমিরেটসের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডোয়াইন ব্র্যাভো। দুটি করে উইকেট নেন ইমরান তাহির ও জাহুর খান। 

বিজ্ঞাপন

এর আগে ব্যাট করতে নেমে ওয়াসিমের ফিফটিতে ভিত পায় এমিরেটস। ৪৩ বলে সর্বোচ্চ ৬০ রান করেন তিনি। শেষ দিকে ১৭ বলে ৪৩ রানের জড়ে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন পোলার্ড। এ ছাড়া ২৩ বলে ৩৩ রান করেন লরকান টাকার। 

আবুধাবির হয়ে একটি করে উইকেট নেন মার্চেন্ট ডি ল্যাং, সুনীল নারাইন ও সাবির আলী। 

টুর্নামেন্টে একমাত্র দল আবুধাবি যারা একটি ম্যাচও জেতেনি এখন পর্যন্ত। একমাত্র পয়েন্ট এসেছে বৃষ্টির বদৌলতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |