ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সিশেলসকে ছোট দল মানতে নারাজ কাবরেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ , ০৯:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফুটবল সিরিজের প্রথম ম্যাচে আগামী শনিবার (২৫ মার্চ) সিশেলসের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। এদিন সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল পৌনে চারটায়।

বিজ্ঞাপন

ফিফা র‍্যাঙ্কিং বাংলাদেশের অবস্থান ১৯২ আর সিশেলসের ১৯৯। আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে হাইপ্রেসিং ফুটবল খেলার পরিকল্পনা স্বাগতিক কোচ হাভিয়ের ক্যাবরেরা। আর সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে, সিলেটে কয়েকদিন প্রস্তুতিপর্ব সেরেছেন জামাল ভূঁইয়া-সোহেল রানারা।

র‍্যাঙ্কিং উন্নতির আশায় তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে ফুটবল ফেডারেশনের ম্যাচ আয়োজনের কৌশলের ফায়দা তুলতে চান স্বাগতিকরা। দেড় বছর আগে সিশেলসের বিপক্ষে লড়াইতে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের কোচ কাবেররার দাবি, অবশ্যই, আমাদের লক্ষ্য দুই ম্যাচই জেতা। এটা সহজ চ্যালেঞ্জ হবে না। আমরা আরও ধারাবাহিকতা আনতে হবে। যেটা গত বছর ছিল না। সৌদিতে আমরা যেভাবে অনুশীলন করেছি, সেটার প্রতিফলন এখানে ঘটাতে চাই।

কাবরেরা বলেন, সিশেলসকে খাটো করে দেখা যাবে না। তারা ৭০ ধাপ উপরের দল কমোরোসকেও হারিয়ে দিয়েছে। তাই সিশেলস ছোট দল এটা বিশ্বাস করা যাবে না। এই ভুল করা যাবে না। তারা শারীরিকভাবে শক্তিশালী দল। আক্রমণভাগে বেশ কয়েকজন আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমরা নিজেদেরকেই নিয়েই ভাবছি।

অন্যদিকে সেশেলসের কোচ নেভিলের দাবি, গত কিছুদিন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। কারণ, আমরা জানি বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, শ্রীলঙ্কার বিপক্ষে যেমনটি হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি জানান, সামনেই ইন্ডিয়ান ওশেন গেমস রয়েছে। এই দুই ম্যাচ তারই প্রস্তুতি। এখানে জিততে পারলে খেলোয়াড়রা নতুন করে উজ্জীবিত হবে। আমি বাংলাদেশের শেষ ম্যাচ দেখেছি। ২০২১ এর তুলনায় তারা অনেক উন্নতি করেছে। আমি জানি, এই দুই ম্যাচ সহজ হবে না। তবে আমরা দুইটি ম্যাচ জেতার চেষ্টা করব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |