আইপিএলে প্লে-অফের চূড়ান্ত সূচি দেখে নিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ মে ২০২৩ , ০১:১৯ পিএম


আইপিএলে প্লে-অফের চূড়ান্ত সূচি দেখে নিন
ছবি- সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরে ৭০ ম্যাচের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। যেখানে ১০ দলের লড়াই শেষে প্লে অফের টিকিট পেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল। 

বিজ্ঞাপন

এবারের আইপিএলে গ্রুপ পর্বের ১৪ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের টিকিট পেয়েছে। 

এদিকে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে জায়গা করে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আর লখনৌর চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্লে-অফ নিশ্চিতের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে শেষ চারের লাইন আপ। 

বিজ্ঞাপন

আইপিএলে প্লে-অফের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দল সরাসরি ফাইনালে পা রাখবে। এই ম্যাচে পরাজিত দলের সামনে আরেকটি সুযোগ থাকবে।

এলিমিনেটর ম্যাচে তৃতীয় ও চতুর্থ দলের খেলায় জয়ী দলের বিপক্ষে খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে তাদের মধ্যে যে দল জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।

চলুন জেনে নিই প্লে-অফের চূড়ান্ত সূচি

বিজ্ঞাপন

প্রথম কোয়ালিফায়ার: গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, ২৩ মে (মঙ্গলবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই, বাংলাদেশ সময় রাত ৮টা।

এলিমিনেটর: লখনৌ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২৪ মে (বুধবার), এমএ চিদম্বরম স্টেডিয়াম (চিপক), চেন্নাই,  বাংলাদেশ সময় রাত ৮টা।

দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৬ মে (শুক্রবার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, বাংলাদেশ সময় রাত ৮টা।

ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী, ২৮ মে (রোববার), নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ,  বাংলাদেশ সময় রাত ৮টা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission