উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে এবারের আইপিএল মিশন শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে রাজস্থানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় ম্যাচে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হওয়ার কথা ছিলো কলকাতার।
কিন্তু ওই দিন রাম নবমী উৎসব ঘিরে ব্যস্ত থাকবে কলকাতার প্রশাসন। সে কারণে তাদের অনুরোধেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে দুই দিন। নতুন সূচিতে কলকাতা-লখনৌর ম্যাচ হবে ৮ এপ্রিল বিকেল চারটায়।
রাম নবমী উপলক্ষে নিরাপত্তাকর্মীর ঘাটতি দেখা দিতে পারে। সে কারণে কলকাতা পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে অনুরোধ করে সূচি বদলের।
তাদের অনুরোধেই আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন সূচি। এতে করে ৬ এপ্রিল (রোববার) হবে একটাই ম্যাচ। সেদিন বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স।
এর বদলে ৮ এপ্রিল ম্যাচ হবে দুটি। বিকেল চারটায় ইডেনে কলকাতা-লখনৌ। ও রাত ৮টায় লুধিয়ানায় লড়বে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।
আরটিভি/এসআর