চলতি বছরের প্রায় পুরোটা সময় জুড়েই ব্যস্ত ক্রিকেট সূচি রয়েছে বাংলাদেশ দলের। দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও চলতি বছরই ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (১৪ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে আইসিসি। একই সঙ্গে ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে দলগুলোর দ্বিপাক্ষিক সিরিজের তালিকাও দেওয়া হয়েছে।
এফটিপি অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত বেশ কিছু সিরিজ খেলবে লাল-সবুজ শিবির। চলতি বছরের মতো আগামী বছরও থাকছে টাইগারদের ক্রিকেটীয় ব্যস্ততা। তবে ২০২৫ সালে কিছুটা বিরতিতেই খেলবে চণ্ডিকা হাথুরুসিংহের দল।
সূচি অনুসারে, ২০২৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে কোনো সিরিজ নেই তামিম-সাকিবদের। তবে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে একাধিক সিরিজ।
এফটিপি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের সম্ভাব্য সিরিজ :
সেপ্টেম্বর ২০২৩ : এশিয়া কাপের স্লট
সেপ্টেম্বর ২০২৩ : হোম ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
অক্টোবর-নভেম্বর ২০২৩ : ওয়ানডে বিশ্বকাপের স্লট
নভেম্বর ২০২৩ : হোম ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ
ডিসেম্বর ২০২৩ : নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি
ফেব্রুয়ারি-মার্চ ২০২৪ : শ্রীলঙ্কার বিপক্ষে হোম ভেন্যুতে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
এপ্রিল ২০২৪ : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে
জুন ২০২৪ : টি-টোয়েন্টি বিশ্বকাপের স্লট
জুলাই ২০২৪ : আফগানিস্তানের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি
আগস্ট ২০২৪ : পাকিস্তান সফরে দুটি টেস্ট
সেপ্টেম্বর ২০২৪ : ভারত সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে
অক্টোবর ২০২৪ : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট
নভেম্বর-ডিসেম্বর ২০২৪ : ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি
ফেব্রুয়ারি-মার্চ ২০২৫ : পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি
মার্চ ২০২৫ : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
মে ২০২৫ : পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
জুন-জুলাই ২০২৫ : শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
আগস্ট ২০২৫ : ঘরের মাঠে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারতকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
সেপ্টেম্বর ২০২৫ : এশিয়া কাপের স্লট
অক্টোবর ২০২৫ : ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
নভেম্বর-ডিসেম্বর ২০২৫ : আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি