ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

জাতীয় আরচ্যারিতে শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন রোমান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৪ জুন ২০২৩ , ০৭:০৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

বাংলাদেশের আরচ্যারির ‘পোস্টার বয়’ বলা হয় রোমান সানাকে। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত রিকার্ভ এককে দেশসেরা ছিলেন এই তারকা। এরপর আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেলেও দেশে এই ইভেন্টে ভালো করতে পারছিলেন না তিনি। মাঝে ডিসিপ্লিন ভেঙে ফেডারেশন থেকে নিষিদ্ধও হয়েছিলেন তিনি। অবশেষে ছয় বছর পর জাতীয় আরচ্যারিতে শ্রেষ্ঠত্ব ফিরে পেলেন ২৮ বছর বয়সী এই আরচ্যার।    

বিজ্ঞাপন

শনিবার (২৪ জুন) গাজীপুরে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়ামে নিজের প্রিয় ইভেন্ট রিকার্ভ এককে নতুন করে সাফল্যের দেখা পেয়েছেন রোমান। পদক নির্ধারণী ফাইনাল ম্যাচে বিকেএসপির নিশাতকে সরাসরি ৬-০ পয়েন্টে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বাংলাদেশ আনসারের এই অ্যাথলেট। 

ছয় বছর পর এককে সেরা হয়ে উচ্ছ্বসিত রোমান, ‘২০১৮-২২ পর্যন্ত রিকার্ভ এককে চ্যাম্পিয়ন হতে পারিনি। ২০১৩-১৭ সালে টানা চ্যাম্পিয়ন ছিলাম। আবার বিরতির পর এখন শিরোপা জেতায় খুব ভালো লাগছে। জাতীয় আসরে সেরার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।’

বিজ্ঞাপন

এর আগে পুরুষ দলগত ও দিয়া সিদ্দিকীর সঙ্গে মিশ্র ইভেন্টে সোনার পদক মিস করেছেন রোমান। আর রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টের খেলা ছিল সবার শেষে। দিনের শেষ ইভেন্টে জিতে রোমান বলেছেন, ‘আসলে আরচারিতে ভাগ্যেরও প্রয়োজন। দিয়া ও আমি দুজনেই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ভাগ্য সহায় ছিল না। ফাইনালে একজন জিতবে, আরেকজন হারবে এটা স্বাভাবিক।’

রোমানের সঙ্গে মিশ্র বিভাগে স্বর্ণ জিতলে দিয়ার ত্রিমুকুট হতো। আরেকটি স্বর্ণ মিস হলেও আফসোস নেই দিয়ার, 'রোমান ভাই ব্যক্তিগত ইভেন্টে স্বণ জেতায় আমাদের দল বাংলাদেশ আনসার দলীয়ভাবে চ্যাম্পিয়ন হয়েছে। আমার তিনটি স্বর্ণ না হলেও বাংলাদেশ আনসারের পাচটি স্বর্ণ হওয়ায় সন্তুষ্ট।'

রোমান মাঝে নিষেধাজ্ঞায় ছিলেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া প্রতিযোগিতায় ফিরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি। নিজের ইভেন্টে সেরা হয়েছেন। তার এই দুঃসময়ে বাংলাদেশ আনসার পাশে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রোমান। 

বিজ্ঞাপন

এখন আন্তর্জাতিক অঙ্গনে ফেরার অপেক্ষায় আছেন রোমান, ‘আমাকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সুযোগ দেয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল রোমানের আন্তর্জাতিক অংশগ্রহণ সম্পর্কে বলেন, ‘এই ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী ১৫ দিন পর এই বিষয়ে পরিষ্কার করা যাবে।’ 

এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপকে সফল হিসেবে আখ্যায়িত করে চপল বলেন, ‘আনসার অনেক দিন পর শিরোপা জিতল। তীরন্দাজ ক্লাবও ফিরল পদকে। সামনে আমরা একটা ক্লাব প্রতিযোগিতাও আয়োজন করতে চাই।’

উল্লেখ্য, এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। আর রানার্সআপ হয়েছে বিকেএসপি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |