• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

লিটনের কাছ থেকে ব্যাট উপহার পেলেন পিংকি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুন ২০২৩, ১১:০৪
ছবি- সংগৃহীত

দুজনেই জাতীয় দলের তারকা ক্রিকেটার। দুজনেরই শুরুটা বিকেএসপিতে। আর সে কারণেই লিটন কুমার দাস ও ফারজানা হক পিংকির সম্পর্কটাও বেশ মধুর। শনিবার দুজনেই ছিলেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে।

ছোটভাইকে অনুশীলনে পেয়েই পিংকি আবদার করে বসেন বিদেশ থেকে তার মাপের একটি ব্যাট নিয়ে আসতে। বড়বোনের আবদার মেটাতে বেশি সময় নেননি লিটন।

ড্রেসিংরুম থেকে লিটন নিয়ে আসেন নিজের তিনটি ব্যাট। এনে পিংকিকে দিয়ে বলেন একটি পছন্দ করে নিতে। নারী দলের তারকা এই ক্রিকেটার তখন একটি ব্যাট পছন্দ করে নেন।

লিটন তখন বিকেএসপির বড় আপুকে মজা করে বলেন, ‘এবার রান পাবেন। এটা দিয়ে খেলেন।’

বিষয়টি নিয়ে পিংকি বলেন, ‘আমি লিটনকে বলেছিলাম, একটি ব্যাট কিনতে চাই। সে বিদেশে গেলে তার মাপের একটি ব্যাট যেন আমার জন্য কিনে আনে। কিন্তু সে তখনই একটি ব্যাট দিয়ে দেয় খেলার জন্য।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীসহ সাবেক এমপি দুর্জয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিপিএলে থাকছে না ৩ দল, প্লেয়ার ড্রাফট ও টুর্নামেন্ট শুরুর সময় জানা গেল
ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন শান্তরা, সাকিবকে নিয়ে যা জানা গেল
ভারত বধে নিজেদের পরিকল্পনার কথা জানালেন শান্ত