তৃতীয় বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ডে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ , ০৮:২৫ পিএম


তৃতীয় বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ডে সাকিব
ছবি- সংগৃহীত

তৃতীয় বাংলাদেশি হিসেবে অনন্য রেকর্ডে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর এই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩৯ রান করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তিনি। 

বিজ্ঞাপন

এই তালিকায় চারে ও পাঁচে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল। তবে তামিম-মুশফিক-সাকিবদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তারা।

ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগে ১৪ হাজারি ক্লাব থেকে মাত্র ২৯ রান দূরে ছিলেন দেশসেরা এই ক্রীড়াবিদ। তবে এই ম্যাচে ৩৯ বলে ৩৯ রানে ইনিংস খেলে বনে যান ১৪ হাজার রান করা তৃতীয় বাংলাদেশি।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ওয়ানডে অধিনায়ক তামিমের। তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার ১৪৮ রান করেছেন তিনি। দুইয়ে থাকা মুশি করেছেন ১৪ হাজার ৩১০ রান। সর্বশেষ এই তালিকায় তৃতীয় বাংলাদেশি হিসেবে যোগ দিলেন সাকিব। তিন ফরম্যাট মিলে ১৪ হাজার ১০ রান করেছেন তিনি। 

চারে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ১০ হাজার রান থেকে মাত্র ১৪ রান দূরে রয়েছেন। এখন পর্যন্ত করেছেন ৯ হাজার ৯৮৬ রান। এ ছাড়া পাঁচে থাকা দেশের প্রথম বৈশ্বিক সুপারস্টার আশরাফুল করেছেন ৬ হাজার ৬৫৫ রান।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission