ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আইপিএলে চেনা মেজাজে ফিরেই রোহিতের রেকর্ড 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ১২:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

চলমান আইপিএলে ব্যাটে রান পাচ্ছিলেন না মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা রোহিত শর্মা। এবার ম্যাচ জেতানো ইনিংস খেলার পাশাপাশি আইপিএলে রেকর্ডও গড়লেন রোহিত। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৫ বল খেলে ৭৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার মাঝে শিখর ধাওয়ানের রেকর্ড ভেঙে দিয়েছেন মুম্বাই ওপেনার। সেই সঙ্গে গড়েছেন আরও একটি কীর্তি।       

বিজ্ঞাপন

আইপিএলের শুরু থেকে রোহিতকে চেনা মেজাজে দেখা যাচ্ছিল না। সেই সঙ্গে বড় রানের দেখা পাচ্ছিলেন না তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ঘরের মাঠে ৪টি চার এবং ৬টি ছয়ের সাহায্যে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পান তিনি। এই ইনিংসেই তিনি টপকে গেছেন ধাওয়ানকে।  

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারত অধিনায়ক। আইপিএল খেলে ধাওয়ানের রান ৬৭৬৯। এ ছাড়া রোহিতের রান এখন ৬৭৮৬। রান তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। আইপিএলে এখনও পর্যন্ত ৮৩২৬ রান করেছেন কোহলি। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই সাবেক ওপেনার আইপিএলে মোট ৬৫৬৫ রান করেছেন। তালিকায় পঞ্চম স্থানে সুরেশ রায়না। আইপিএলে তার সংগ্রহ ৫৫২৮ রান।      

বিজ্ঞাপন

রবিবার (২০ এপ্রিল) ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন রোহিত। আইপিএলে এই নিয়ে ২০ বার ‘ম্যান অফ দ্য ম্যাচ’র পুরস্কার পেলেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এত বার কেউ ম্যাচ সেরার পুরস্কার পাননি। রোহিতের পর এই তালিকায় রয়েছেন কোহলি। তিনি ১৯ বার ম্যাচ সেরা হয়েছেন। তৃতীয় স্থানে আছেন মহেন্দ্র সিংহ ধোনি।তিনি ১৮ বার ম্যাচ সেরা হয়েছেন।  

আরও পড়ুন

তবে আইপিএলে ম্যাচের সেরা ক্রিকেটার হওয়ার রেকর্ড রয়েছে এবি ডি’ভিলিয়ার্সের দখলে। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার মোট ২৫ বার ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যারিবিয়ান ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ২২ বার ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন। গেইলের পর রয়েছেন রোহিত।  

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |