ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি হাঁকান বিরাট কোহলি। এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে সেঞ্চুরি খরা ঘুচান ভারতীয় এই টপ-অর্ডার ব্যাটার। তবে এমন পারফরম্যান্সের পরও তার (কোহলি) ফর্ম নিয়ে বারংবারই প্রশ্ন উঠছে। আর এতে চটেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে, সবশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে শত রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এর দীর্ঘ পাঁচ বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে শতোর্ধ্ব ইনিংসের দেখা পেলেন তিনি। এরপরও ভারতের বাইরে তার ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে সাদা পোশাকের পর আজ (২৭ জুলাই) থেকে ওয়ানডে মিশনে নামবে ভারত। সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে দুই দল।
বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন তোলায় ভারতীয় অধিনায়কের দাবি, আগে আরও অনেকবার একই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
রোহিতের ভাষায়, আমি একাধিকবার এই প্রশ্নের উত্তর দিয়েছি। কে কত রান করেছে বা কত উইকেট নিয়েছে বা নেওয়া হয়নি… বাইরে বসে থাকা লোকেরা যখন এই নিয়ে চর্চা করেন, তখন তারা জানেন না, ভিতরে কী ঘটছে।
ভারতীয় দলপতির মন্তব্য, অভ্যন্তরীণ আলোচনা আমাদের মধ্যেই থাকবে। চাই না এসব বাইরে আসুক। আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ যে, আমরা কীভাবে জয় পাব বা সিরিজ জিতব। কে কী কথা বলছেন, তা নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে আমাদের নিজেদের ফোকাস ঠিক রাখতে হবে। এটি নিয়ে একই কথা আমি বহুবার বলেছি এবং ভবিষ্যতেও আমি এটাই বলব।