ঢাকা

রাতে বমি, অনুশীলনে নেই শামীম পাটোয়ারী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩ , ০১:৩৭ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

এক দিন আগেই জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সঙ্গে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ভিসার জন্য আবেদন করেছিলেন শামীম পাটোয়ারী। তবে ২৪ ঘণ্টা না পার হতেই মিস করলেন জাতীয় দলের নিয়মিত অনুশীলন। অসুস্থতার কারণে মিরপুরেই আসেননি তিনি।

বিজ্ঞাপন

লাল-সবুজের এই অলরাউন্ডারের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

তার (দেবাশীষ) ভাষ্য, গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। আবারও বলছি ইনজুরি নয়, সে অসুস্থ। দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে সাত নাম্বার পজিশনের জন্য তরুণ এই অলরাউন্ডারকে ভাবা হচ্ছে। তাই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনের আগে দ্রুতই শামীম অসুস্থতা থেকে সেরে উঠবেন, এমনটাই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।

এর আগে, ইনজুরিতে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। যদিও এই পেসারের বদলি হিসেবে এখনও কাউকেই দলে ভেড়ায়নি বিসিবি। তবে এবাদতের শূন্য জায়গা পূরণ করার জন্য অবশ্য একাধিক বিকল্প আছে বিসিবির হাতে। সেই তালিকায় বেশ এগিয়ে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেসার তানজিম হাসান সাকিব।

ক্রিকেট পাড়ায় গুঞ্জন, এশিয়া কাপে এবাদত খেলতে না পারায় তার জায়গায় রিজার্ভ বেঞ্চে থাকা তানজিম হাসান সাকিব যুক্ত হতে পারেন। তবে আসন্ন এশিয়ান গেমসের স্কোয়াডে তিনি ডাক পেতে পারেন। সেক্ষেত্রে এবাদতের পরিবর্তে সুযোগ পেতে পারেন খালেদ আহমেদ। অর্থাৎ এবাদতের ইনজুরিতে তানজিম হাসান সাকিব অথবা খালেদ আহমেদের কপাল খুলতে যাচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |