শ্রীলঙ্কার মাটিতে চলছে এশিয়া কাপের খেলা। এরই মাঝে কলম্বোর একটি ক্যাসিনোতে জুয়া সংশ্লিষ্টতায় ফেঁসে গেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুই কর্মকর্তা। বোর্ডের মিডিয়া বিভাগের প্রধান উমর ফারুক ক্যালসন ও জি এম (আন্তর্জাতিক ক্রিকেট) আদনান আলীর বেশ কিছু ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে তাদের ক্যাসিনোতে যাওয়ার প্রমাণ মিলেছে।
বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির আচরণবিধির নিয়মানুযায়ী, কোনো টুর্নামেন্ট চলাকালে দলের সদস্য ও কর্মকর্তাদের কোনো ধরনের জুয়ার স্থানে যাওয়া নিষিদ্ধ। এ কারণেই পিসিবির দুজন কর্মকর্তা বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন। এমনটাই দাবি করছেন ভারতের সংবাদ সংস্থা পিটিআই।
এরই মধ্যে পিসিবির ওই দুই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। কারণ, দর্শানোর নোটিশের জবাবে ওই কর্মকর্তারা ব্যাখ্যা করেছিলেন যে, শুধুমাত্র হালাল খাবারের সন্ধান করার জন্য ক্যাসিনো পরিদর্শনে যান তারা। কারণ, আশপাশের অন্যান্য সমস্ত রেস্তোরাঁ তখন বন্ধ ছিল। তাদের এমন যুক্তি হেসে উড়িয়ে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও নেটিজেনরা।
এদিকে এই জুটির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ, যিনি বর্তমানে সপরিবারে শ্রীলঙ্কায় রয়েছেন।
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট তাদের তলব করে তদন্ত শুরু করতে পারে। কোনো টুর্নামেন্ট চলাকালে পাকিস্তানি কর্মকর্তাদের ক্যাসিনোতে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়।
২০১৫ বিশ্বকাপ চলাকালে পাকিস্তানের তৎকালীন প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক মঈন খানকেও ক্রাইস্টচার্চের একটি ক্যাসিনোতে স্ত্রীসহ দেখা যায়। তিনিও ডিনার খেতে সেখানে যাওয়ার দাবি করেন। তাতে আমল দেয়নি পিসিবি। মাঝপথে তাকে দেখে ফিরিয়ে এনে বরখাস্ত করেন তখনকার বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান। বর্তমান কর্মকর্তাদের ভাগ্যেও হয়তো এমন কিছুই জুটতে পারে।