এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্সটা খুব একটা যে ভালো সেটি বলার উপায় নেই। কেননা গ্রুপ পর্বে দুই ম্যাচের একটিতে জয় পেলেও হারতে হয়েছে সুপার ফোরের দুই ম্যাচেই।
ইতোমধ্যেই সুপার ফোরে এক ম্যাচেও জয় না পাওয়ায় এশিয়া কাপের মিশনে ‘ফুলস্টপ’ লেগে গেছে লাল-সবুজের প্রতিনিধিদের। এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি সাকিব বাহিনীর জন্য কেবলই নিয়ম রক্ষার ম্যাচ।
কাগজ-কলমের হিসেবে এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি বা হারানোর কিছুই নেই। ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার।
কিন্তু টাইগার দলপতি সাকিব আল হাসান মনে করেন এই ম্যাচে প্রাপ্তির অনেক কিছুই আছে বাংলাদেশের। দেশের ক্রিকেটের পোস্টারবয়ের মতে সবচেয়ে বড় অর্জন হলো জয় দিয়ে এশিয়া কাপের মিশন শেষ করা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘অবশ্যই চাওয়া-পাওয়ার আছে। আমরা চাইব, ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে। এটা করতে পারলেও আমাদের জন্য অনেক ভালো কিছু হবে।’
এশিয়া কাপের মিশন শেষ হতেই টাইগারদের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ। এরপর লাল-সবুজের প্রতিনিধিরা উড়াল দেবে বিশ্বকাপের মিশনে অংশ নিতে।
চলতি এশিয়া কাপটা ছিল বিশ্বকাপের আগে এক প্রকারে ওয়ার্ম আপ ম্যাচ। আর সেখানে এমন দৈন্য পারফরম্যান্স বিশ্বকাপে প্রভাব ফেলবে কি না সেই প্রশ্নের জবাবে বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, ‘প্রভাব পড়তে পারে। না-ও পড়তে পারে।’
এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের মিশন শেষে আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে টিম টাইগার্সের।