• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

তামিম-রিয়াদকে নিয়েই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১১
ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষ করে দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দেশে ফিরলেও ব্যস্ততা কমছে না টাইগারদের। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে লাল সবুজের দল।

আগামী ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এরপরই বিশ্বকাপ মিশনে ভারতে উড়াল দিবে সাকিব-তামিমরা।

শনিবার (১৬ সেপ্টেম্বর) আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচের দল টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক সাকিবকে বিশ্রাম দেওয়ায় দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।

সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। এই তালিকায় আছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামের মতো ক্রিকেটাররা।

এছাড়া চোটের কারণে ছিটকে গেছেন ফর্মে থাকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও পেসার এবাদত হোসেন। তবে ১৫ জনের ঘোষিত এই দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানরা।

এশিয়া কাপের স্কোয়াডে থাকা ব্যাটার নাইম শেখ, আফিফ হোসেন এবং শামীম হোসেন জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে ৩ অনাভিষিক্ত জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন ডাক পেয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটে না ফেরার ঘোষণা তামিমের
চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠনে কঠিন পরীক্ষা নির্বাচকদের, দেখে নিন সম্ভাব্য স্কোয়াড
পরিবারের সঙ্গে আলোচনা করে জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত জানাবেন তামিম
৯৬ ঘণ্টার মধ্যেই সাকিবের ভাগ্য নির্ধারণ, যা বললেন প্রধান নির্বাচক