ঘরের মাঠে বিশ্বকাপ মিশনে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু ভারতের। আজ আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তারা। আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৫ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে ৩১তম সেঞ্চুরির দেখা পেলেন ভারতীয় অধিনায়ক।
সেঞ্চুরি হাকানোর পথে অনন্য এক রেকর্ড গড়েছেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন হিটম্যান খ্যাত তারকা এই ব্যাটার। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের ৫৫৩ টি ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
চলমান বিশ্বকাপ শুরুর আগে থেকেই আইসিসির মেগা আসরটিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও ছিল রোহিতের দখলে। তবে তার সঙ্গে সমান ৬টি সেঞ্চুরি নিয়ে রেকর্ড ভাগাভাগি করছিলেন স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৪ ইনিংসে শচীন শতক হাঁকিয়েছিলেন ৬টি, বিপরীতে ১৯ ইনিংসেই সপ্তম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন রোহিত। একইসঙ্গে বিশ্বকাপে তার ১০০০ রানও পূর্ণ হয়েছে।