কি এক রাতই না পার করলেন রোহিত শর্মা। ব্যাট হাতে শুরুতে করলেন যৌথভাবে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও নিজের করে নেন ভারতীয় অধিনায়ক। এরপর মাত্র ৬৩ বলে সেঞ্চুরি হাঁকিয়ে স্বদেশী দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও কপিল দেবকেও ছাড়িয়ে যান ডানহাতি এই ব্যাটার। হিটম্যান খ্যাত এই তারকা রেকর্ডময় দিনে আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল ভারত।
বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রথমে ব্যাট করতে নেমে ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের খরচায় ২৭২ রানের পুঁজি দাঁড় করায় আফগানিস্তান। জবাবে রান তাড়া করতে নেমে রোহিতের সেঞ্চুরি ও বিরাট কোহলির অপরাজিত ফিফটিতে মাত্র ৩৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আফগান ব্যাটাররা দেখেশুনে ব্যাটিং করছিলেন বলে সফলতার দেখা মিলছিল না ভারতের। তবে ইনিংসের সপ্তম ওভারে ব্রেক থ্রু আসে জশপ্রিত বুমরাহর হাত ধরে। ২৮ বলে ২২ করা ইবরাহিম জাদরানকে সাজঘরের পথ দেখিয়ে দিয়ে প্রথম উইকেটের পতন ঘটান তিনি।
আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ফেরেন ২৮ বলে ২১ করে হার্দিক পান্ডিয়ার বলে। পরের ওভারেই শার্দুল ঠাকুর ফেরান রহমত শাহকে। তিনি ফেরেন ২২ বলে ১৬ রানের ইনিংস খেলে। এতে করে ৬৩ রানেই তিন টপ অর্ডারকে হারায় আফগানরা।
এরপর দলকে এগিয়ে নেওয়ার গুরুভার কাঁধে তুলে নেন অধিনায়ক হাশমত উল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে আফগানিস্তান। এই দুই ব্যাটারের ১২১ রানের জুটি ভেঙে আজমতউল্লাহ ওমরজাইয়ের বিদায়ে। ৬৯ বলে ৬২ রান করে হার্দিক পান্ডিয়ার দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি।
সঙ্গী বিদায় নিলেও মারকুটে ও দায়িত্বশীল ইনিংসে দলকে টেনে নিয়ে যেতে থাকেন শাহিদি। মোহাম্মদ নবির সঙ্গে ৪১ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৮০ রানে বিদায় নেন তিনি। এরপর শেষ দিকে আর তেমন কার্যকরী ইনিংস খেলা সম্ভব হয়নি আফগান ব্যাটারদের। যে কারণে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
আফগানিস্তানের দেওয়া ২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ১৮.৪ ওভারে ১৫৬ রান করেন রোহিত শর্মা ও ঈশান কিষাণ। তরুণ ঈশান ৪৭ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৭ রান করে রশিদ খানের বলে বিদায় নেন। তবে টি-টোয়েন্টি স্টাইলে ব্যাট চালিয়ে মাত্র কপিল দেবের ৭২ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৬৩ বলেই ওয়ানডে ক্রিকেটে ৩১তম সেঞ্চুরির দেখা পান রোহিত।
এই সেঞ্চুরির মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। দেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি একার করে নিলেন তিনি। চলমান বিশ্বকাপের আগে ৬টি সেঞ্চুরি নিয়ে রেকর্ড ভাগাভাগি করছিলেন তারা। বিশ্বকাপে ৪৪ ইনিংসে শচীন শতক হাঁকিয়েছিলেন ৬টি, বিপরীতে ১৯ ইনিংসেই সপ্তম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন রোহিত। একইসঙ্গে বিশ্বকাপে তার ১০০০ রানও পূর্ণ হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন হিটম্যান খ্যাত তারকা এই ব্যাটার। ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের ৫৫৩ টি ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার ছক্কা এখন ৫৫৬টি।
সেঞ্চুরি হাঁকিয়ে তারকা এই ক্রিকেটার ব্যাট চালানো শুরু করেন ১৫০ রানের মাইলফলক স্পর্শে। কিন্তু ১৩১ রানে রাশিদ খানের বলে ধরাশায়ী হতে হয় তাকে।
এরপর বাকি কাজটা সারেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার মিলে। দলকে ৮ উইকেটের দুর্দান্ত এক জয় এনে দিয়ে মাঠ ছাড়েন এই দুজন। কোহলি অপরাজিত থাকেন ৫৫ রানে আর আইয়ার ২৫।