ঢাকা

হাসপাতালে হারিস রউফ, গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩ , ০১:৩১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শেষ চারে ওঠার লড়াইয়ে আগামী ১১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুঃসংবাদ দ্য গ্রিন ম্যানদের শিবিরে। 

বিজ্ঞাপন

এ ম্যাচে দলটির তারকা পেসার হারিস রউফকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। কেননা, এ ম্যাচের আগে হাসপাতালে যেতে হয়েছে তাকে। মূলত পাঁজরের এমআরআই করাতেই হাসপাতালে গিয়েছেন ডানহাতি এ পেসার।

বিশ্বমঞ্চে সেমির দৌড়ে পাকিস্তানের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। যদিও কাগজে-কলমের হিসাবে এখনও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়নি, তবে পাঁচবারের চ্যাম্পিয়নরা এই লড়াইয়ে বেশ এগিয়ে। এক্ষেত্রে লড়াইটা মূলত আফগানিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের।

বিজ্ঞাপন

জানা গেছে, গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হারিস খেলবেন কি না, তা নির্ভর করছে তার এমআরআই রিপোর্টের ওপর। তবে এখনও এ বিষয়ে কিছুই জানা যায়নি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |