ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

৬ বলে ৬ উইকেটে দলকে জেতালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ , ০১:৩৮ পিএম


বাংলাদেশ
ছবি- সংগৃহীত

প্রতিপক্ষের জয়ের জন্য তখন শেষ ওভারে প্রয়োজন ৫ রান। হাতে আছে ৬ উইকেট। টি-টোয়েন্টির যুগে এই সমীকরণ কিছুটা ডাল-ভাতই বটে। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। উল্টো গল্প লিখেছেন প্রতিপক্ষের বোলার। টানা ছয় বলে তুলে নিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ঘটেছে এই ঘটনা।

বিজ্ঞাপন

শনিবার (১২ নভেম্বর) অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগে তৃতীয় বিভাগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সারফার্স প্যারাডাইস এবং মুদগ্রিবা নেরাং অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট ক্লাব। সেখানে ৬ বলে ৬ উইকেট শিকার করেছেন অজি বোলার গ্যারেথ মরগান।

৪০ ওভারের ম্যাচে ১৭৮ রানের পুঁজি দাঁড় করিয়েছিল মুদগ্রিবা। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলেছিল সারফার্স। শেষ ওভারে এসে সমীকরণ দাঁড়ায় ৫ রানের। এ সময়ে বল হাতে তুলে নেন মুদগ্রিবার অধিনায়ক মরগান নিজেই। আর তাতেই বিস্ময়কর এক ঘটনার জন্ম দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রথম বলেই ফেরান সেট ব্যাটার জ্যাক গারল্যান্ডকে। ম্যাচ জয়ের স্বপ্ন-বুনা জ্যাক ৬০ বলে ৬৫ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর আরও দুই উইকেট নিজের ঝুলিতে পুড়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মরগান। চতুর্থ বলেও তুলে নেন উইকেট। এরপর শেষ দুই ব্যাটারকে বোল্ড করে বুনো-উল্লাসে মাতেন মুদগ্রিবার অধিনায়ক।

পেশাদার ক্রিকেটে এখনও পর্যন্ত এক ওভারে ৬ উইকেটের ঘটনা নেই। তবে পাঁচ উইকেট শিকারের রেকর্ড আছে তিনটি। আর সবকটিই ঘরোয়া ক্রিকেটে। ২০১১ সালে নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার, ২০১৩ সালে বাংলাদেশের আল আমিন হোসেন এবং ভারতের অভিমন্যু মিঠুন এই রেকর্ডে নাম তুলেছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |