ভারতে চলমান বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাওহিদ হৃদয়ের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রান আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ওই সময় আউট থেকে বাঁচতে মাটিতে লুটিয়ে পড়েন, যা পরে রিয়াদের জন্য কাল হয়ে দাঁড়ায়। বাঁ-হাতে ব্যান্ডেজ নিয়েই দেশে ফিরেছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
এদিকে বিশ্বকাপের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২১ অথবা ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এরপর ফিরতি সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। ওই সিরিজে রিয়াদের থাকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
টেস্ট থেকে অবসর নেওয়া মাহমুদউল্লাহ স্বাভাবিকভাবে ঘরের মাঠে সাদা পোশাকের সিরিজে নেই। তবে রঙিন পোশাকে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তার এই কাঁধের চোট তত দিনেও ভালো হবে না বলেই জানা গেছে। এ জন্য এই অলরাউন্ডারকে ছাড়া দল নির্বাচন করতে হবে নির্বাচকদের।
মাহমুদউল্লাহর কাঁধের চোটের এমআরআই রিপোর্ট আজ সকালেই হাতে পেয়েছে বিসিবি। চোটের যে অবস্থা, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ফিট হতে অন্তত সপ্তাহ পাঁচেক সময় লাগতে পারে। যে কারণে আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
বোর্ডের একটি সূত্র জানিয়েছে, গত পরশু মাহমুদ উল্লাহর চোট পাওয়া কাঁধে এমআরআই করানো হয়। আজ সকালে তার রিপোর্ট হাতে পেয়েছে ক্রিকেট বোর্ড। জানা গেছে, এ ধরনের চোট কাটিয়ে ফিরতে পাঁচ থেকে সাত সপ্তাহ সময় লাগে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া, ফলে নিউজিল্যান্ড সফর মিস করতে যাচ্ছেন মাহমুদ উল্লাহ।
মাহমুদউল্লাহর চোটের বিষয়ে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়ার কারণে নিউজিল্যান্ড সফর মিস করতে যাচ্ছেন মাহমুদউল্লাহ, এক প্রকার নিশ্চিত।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী মাসের ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে। ৩১ ডিসেম্বর শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই সফর। আর এই সিরিজ খেলতে আগামী ১২ ডিসেম্বর ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের।