ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঈদে ছুটি না পাওয়া নিয়ে যা বললেন জ্যোতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ০৮:২৪ পিএম


loading/img
ছবি: ফেসবুক

আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব। মূল পর্বের টিকিট পাওয়ার লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করবে টাইগ্রেসরা। এই জন্য ঈদুল ফিতরের ছুটি পাননি জ্যোতি-নাহিদারা। তাই এবার মিরপুরের হোম অব ক্রিকেটেই ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

সোমবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেটাররা।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ছিলাম ভালো লাগছে অনেক। অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। 

বিজ্ঞাপন

‘ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি ইমোশনাল। ওনারা পরিবারকে অনেক বেশি মিস করছে।’

আরও পড়ুন

পরিবার থেকে আলাদা ঈদ উদযাপন করা ক্রিকেটারদের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে জ্যোতি বলেন, মারুফা-স্বর্ণা এরা ছোটো। তো আজকে একটা একসঙ্গে গেট টুগেদারের উদ্যোগ নিয়েছে বিসিবি। তো ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে।

ঈদের ছুটি না দেওয়া নিয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ঈদের পরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা রয়েছে। সেখানে আমাদেরকে ভালো করতে হবে। সুতরাং এটা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা ঈদের সময় ট্রেনিংটা কন্টিনিউ করব।

তিনি আরও বলেন, ঈদের দিন হয়তো ট্রেনিংটা থাকবে না। আগে পিছের ট্রেনিংটা চলতে থাকবে। কারণ, আমরা যদি ছুটি দিতে চাই, সেই বিরতিটা আমাদের দলের জন্য ভালো হতো না।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |