কাওয়ালি দিয়ে শুরু ইমামের বিয়ের অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ , ০৩:০১ পিএম


ইমাম-উল-হক
ছবি- সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইমাম-উল হক। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপ থেকে ফিরেই তার বাগদত্তা আনমোল মেহমুদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ২৭ বছর বয়সী এই পাক ওপেনার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাকিস্তানের লাহোরে কাওয়ালি গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের মূল আয়োজন শুরু হয়েছে। এর আগে নরওয়েতে মেহেদি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছিল ইমামের বিয়ের যাত্রা। খবর জিও টিভির। 

লাহোরে ইমামের বিয়ের ইভেন্টের ছবি এবং ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম, উসমান কাদির, সরফরাজ আহমেদ, কামরান আকমল এবং সাবেক প্রধান নির্বাচক ইনজামাম-উল হক।

বিজ্ঞাপন

এদিকে নববধূ তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার বরের সঙ্গে কিছু সুন্দর ছবিও শেয়ার করেছেন। আজ ইমাম ও আনমোলের বিয়ের অনুষ্ঠান এবং রোববার ওয়ালিমা সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission