ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

অভিনেতা জামিলের স্ত্রী কে এই মুনমুন?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ১২:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঈদের পর শোবিজে পড়েছে বিয়ের ধুম। অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) আরও একটি বিয়ের চমক ঘটে। জানা গেল, বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন।

বিজ্ঞাপন

শামীম হাসান সরকার ও রাবা খানের বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের এলো আরও এক বিয়ের খবর। দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। 

488929483_10229055907646558_7001730095803838021_n

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। তারা বিয়ে করেছেন এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।

এদিকে বিয়ের পর রোববার (৬ এপ্রিল) রাতে জামিল তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ।

অন্যদিকে, জামিলের স্ত্রী মুনমুন আহমেদ মুনও তার ফেসবুকে জামিলের সঙ্গে বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, আপনাদের দোয়ায় রাখুন। 

বিজ্ঞাপন

488902895_1342738100638523_1874622138158174124_n

স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয়। এরপর একসঙ্গে একটি রোম্যান্টিক গানেও পর্দা ভাগ করেছেন তারা।

433134165_10225594254947404_6053780782145954159_n

জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

484441472_1324642859114714_294681436922916861_n

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। 

476800265_1289383915973942_3944511277178021384_n

শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন।

আরটিভি/এএ/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |