ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

শামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ হাসিনের, স্ক্রিনশট ভাইরাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২১ এপ্রিল ২০২৪ , ১০:১৯ এএম


loading/img
ছবি- সংগৃহীত

পরকীয়া, ম্যাচ গড়াপেটা, মারপিটসহ ভারতের পেস বোলার মোহাম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন স্ত্রী হাসিন জাহান। থানায় একাধিক ফোন রেকর্ডিং ও স্ক্রিনশট দিয়ে অভিযোগও করেছিলেন হাসিন। তবে সব কিছুই অস্বীকার করেন শামি।

বিজ্ঞাপন

বর্তমানে আলাদা থাকছেন তারা। তবে এখনও আইনত ডিভোর্স হয়নি তাদের। পরিবারকে দেখার জন্য এখনও হাসিনকে প্রতি মাসে ১ লাখ ৩০ হাজার টাকা দেন শামি।

এবার নতুন করে অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শামির আরও কিছু চ্যাট স্ক্রিনশট শেয়ার করেছেন হাসিন। 

বিজ্ঞাপন

সেই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, নানান ধরনের যৌন উসকানিমূলক কথা বলছেন শামি। কখনো আবদার করছেন স্তন্যপানের, কখনো আবার কোনো নারীকে বিকিনি পরে আসার কথা বলছেন। যৌন সম্পর্কের নানান ধাপ নিয়েও আলোচনা করছেন। যদিও এগুলো শামির ফোন থেকে তোলা এমন কোনো প্রমাণ দিতে পারেননি হাসিন।

এদিকে স্ক্রিনশটগুলো শেয়ার করে শামি লিখলেন, ‘ইয়া আল্লাহ তুমি সবাইকে ইনসাফ দাও। আমাকে আর আমার মেয়েকেও দাও। পাগল কুকুরের দল আমার পেছনে লেগে আছে। ওই কুকুরগুলোকে তুমি শাস্তি দাও।’

শামির পোস্টে দুই ভাগে বিভক্ত হয়ে মন্তব্য করেছেন নেটিজেনরা। হাসিনের পক্ষ নিয়ে অনেকেই বলছেন, ‘স্পষ্টই সব দোষ শামির। শাস্তি হোক ওর; শামি ভালো ক্রিকেট খেলে ঠিকই। ভালো মানুষ নয়। এই চ্যাটগুলোই তার প্রমাণ।’

বিজ্ঞাপন

শামি ভক্তরা আবার উল্টো কথাও বলছেন। একজন লিখেছেন, ‘এই মেয়েটার আরও বেশি টাকা চাই। আবার অসভ্যতা শুরু করেছে।’ 

বিজ্ঞাপন

অন্যজনের মন্তব্য, ‘এগুলো শামি পাঠিয়েছে প্রমাণ কই। তুমি তো নিজেও লিখতে পারো। ফোন নম্বর যেভাবে সেভ করা, তাতে তো পুরোটাই ফেক মনে হচ্ছে।’

উল্লেখ্য, কেকেআরে খেলার সময় চিয়ার লিডার হাসিনের সঙ্গে প্রেম হয় শামির। এরপর ২০১৪ সালে বিয়ে করেন তারা। এরপর থেকে যেকোনো ইভেন্টে শামির সঙ্গে তাকে দেখা যেতো। ২০১৫ সালে তাদের ঘরে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে এরপরই তাদের সম্পর্কের অবনতি ঘটে। বর্তমানে আলাদা থাকছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |