ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ১০:১৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তিন দিনের প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে ১৭ সদস্যে দল নিয়ে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ক্যাম্পে যোগ দিতে দুই ধাপে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে দুপুরে দলের একটি অংশ এবং দ্বিতীয় ধাপে রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম পৌঁছেছে দলের বাকি সদস্যরা।

ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও যোগ দিয়েছে ক্যাম্পে। ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল এই তিন দিন চলবে ট্রেনিং। ২৮ এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের মূল স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। 

বিজ্ঞাপন

এ ছাড়াও ১৭ এপ্রিল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের। সেদিন ঢাকায় এসে চট্টগ্রামে চলে যাবে সিকান্দার রাজার দল।

আগামী ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচ চট্টগ্রামে আয়োজিত হওয়ার পর শেষ দুই ম্যাচ আয়োজিত হবে ঢাকায়।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল : নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |