• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ভারত-পাকিস্তান ম্যাচ

বাজি ধরে ১০ কোটি টাকা জিতলেন আমেরিকান র‌্যাপার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ জুন ২০২৪, ১৯:২৮
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি-এএফপি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এশিয়ার দুই পরাশক্তির লড়াই দেখতে টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে ক্রিকেটভক্তরা। এ ছাড়াও দুই দলের ভক্তদের মধ্যে চলে নানা তর্ক, বিতর্ক এবং বাজি। এবার সেই তালিকায় যোগ দিলেন আমেরিকান তারকা র‌্যাপার ড্রেক।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন ড্রেক। রোহিত-কোহলিরা পাকিস্তানকে হারিয়ে দেবে, এই বিশ্বাস নিয়ে ৫ লাখ ১০ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৬৫ লাখ টাকা বাজি ধরেন তিনি।

গত রোববার (৯ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানকে ৬ রান হারিয়ে দেয় ভারত। টস হেরে আগে ব্যাট করে ১১৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রানের করতে পারেনি পাকিস্তান।

ভারতের এই জয়ের পক্ষে বাজি ধরে ৭ লাখ ১৫ হাজার পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৭১ লাখ টাকা জিতেছেন ড্রেক।

এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর। গণমাধ্যমটি জানিয়েছে , এর ফলে ড্রেকের ২ লাখ ৪ হাজার পাউন্ড বা প্রায় ৩ কোটি টাকা লাভ হয়েছে।

বিশ্বের শীর্ষ ক্রীড়া ইভেন্টগুলোতে নিয়মিত বাজি ধরেন ড্রেক। আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) বিভিন্ন ম্যাচ নিয়ে প্রায়ই মোটা অঙ্কের বাজি ধরেন। এবার ক্রিকেটেও বাজি ধরে বেশ বড় অঙ্কের অর্থ পকেটে পুরতে সক্ষম হয়েছেন এই আমেরিকান র‌্যাপার।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকানদের মধ্যে ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতেই মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজন করছে আইসিসি।

আর ক্রিকেট বিশ্বকাপ জ্বরে যে বেশ ভালোভাবেই ভুগছে আমেরিকানরা, তার প্রমাণ মিলেছে দেশটির তারকা র‌্যাপার ড্রেকের এক বাজিতে।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সৌদির
পাকিস্তান থেকে চাল আমদানি করবে বাংলাদেশ
ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারত থেকে ১ হাজার ১৩৭ কোটি টাকার ডিজেল কিনছে বাংলাদেশ