ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ইউরো চ্যাম্পিয়নদের বরণে স্পেনের রাস্তায় জনসমুদ্র

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ , ০৬:১৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আমরা এখন ইউরোপ চ্যাম্পিয়ন-স্পেনের সর্বত্রই এখন এই জয়ধ্বনি। রেকর্ড চতুর্থ ইউরো শিরোপা জয়ের পর, এ কথা তো তাদেরই মানায়। তাই তো রাতের নীরবতা ভেঙে জাতীয় বীরদের সঙ্গে উৎসবে মাতা। 

বিজ্ঞাপন

মাদ্রিদের সিবেলেস স্কয়ারে আনন্দ ভাগাভাগিতে হাজারো সমর্থকের সঙ্গে একাকার মোরাতা-রদ্রি-ওলমোরা। নানা ভঙ্গিমায় বাঁধন হারা উচ্ছ্বাস লা-রোজাদের। উৎযাপনে আতসবাজিসহ প্রিয় খেলোয়াড়ের ছবি নিয়ে আসেন কেউ কেউ।

সাধনার ট্রফি নিয়ে নাচ-গানে পিছিয়ে থাকেননি জুনিয়র ইয়ামাল থেকে শুরু করে সিনিয়র কারভাহালও। গর্বের বুক ফুলিয়ে স্প্যানিশ সমর্থকদেরও চ্যাম্পিয়ন ঘোষণা দেন, লা রোজা দলপতি। 

বিজ্ঞাপন

এর আগে, দুই রাজকুমারীকে নিয়ে রাজপ্রাসাদে খেলোয়াড়দের স্বাগত জানান, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও রাণী লেতিজিয়া। এ সময় চতুর্থ শিরোপার প্রতীকী জার্সি, রাজার হাতে তুলে দেন স্প্যানিশ দলপতি মোরাতা। নিজ বাসভবনে ইয়ামাল-নিকোদের বরণ করে, লা-রোজাদের টিম স্পিরিটের প্রশংসা করেন, স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

এদিকে রেকর্ড ষষ্ঠ কোপা জিতে বুয়েন্স আয়ার্সে ফিরেছে আর্জেন্টিনা দল। মেসি-ডি মারিয়াদের বরণ করতে, রাস্তায় জড়ো হন হাজারো সমর্থক। রাজকীয়ভাবে তাদেরকেও বরণ করতে মুখিয়ে পুরো দেশ।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |