• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

রোনালদো-নেইমারের লড়াইসহ টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ১২:১৪
রোনালদো-নেইমার
ছবি- সংগৃহীত

সৌদি সুপার কাপের ফাইনালে আজ শনিবার (১৭ আগস্ট) রোনালদোর আল নাসর বিপক্ষে মাঠে নামবে নেইমারের আল হিলাল। একই সঙ্গে শুরু হতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লিগ ‘লা লিগা’। প্রথম দিনে মাঠে নামছে বার্সেলোনা। এ ছাড়াও টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

সৌদি সুপার কাপ
ফাইনাল
আল হিলাল–আল নাসর
রাত ১০–১৫ মিনিট
সনি স্পোর্টস টেন ১

লা লিগা

ওসাসুনা-লেগানেস, (রাত ১১টা)

বার্সেলোনা-ভালেন্সিয়া, (রাত ১:৩০)

র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিভারপুল-ইপ্সউইচ টাউন, (বিকাল ৫:৩০)

আর্সেনাল-উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, (রাত ৮টা)

ওয়েস্ট হ্যাম ইউনাইটেড-অ্যাস্টন ভিলা, (রাত ১০:৩০)

স্টার স্পোর্টস সিলেক্ট ১

টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি–অ্যাডিলেড স্ট্রাইকার্স
সকাল ৬–৩০ মিনিট
টি স্পোর্টস ইউটিউব ও অ্যাপ

বিসিবি এইচপি–পার্থ স্করচার্স
সকাল ১০–৩০ মিনিট
টি স্পোর্টস ইউটিউব ও অ্যাপ

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি–পাকিস্তান ‘এ’
দুপুর ২–৩০ মিনিট
টি স্পোর্টস ইউটিউব ও অ্যাপ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থবার বাবা হচ্ছেন নেইমার, আড়ালে তৃতীয় সন্তানের মা
চট্টগ্রামে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
২০ বছরে পদার্পণ করল আরটিভি
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিআরইউর শুভেচ্ছা বার্তা