রোনালদোকে কাঁদিয়ে সুপার কাপের চ্যাম্পিয়ন আল হিলাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৮ আগস্ট ২০২৪ , ০১:১৩ পিএম


রোনালদো
ছবি-এএফপি

গত মৌসুমে কিংস কাপের ফাইনালে রোনালদোর আল নাসরকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আল হিলাল। এবার নতুন মৌসুম শুরুর আগে আরও একটি ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে এবারেও শিরোপা ঘরে তুলতে পারেনি রোনালদোর আল নাসর। সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের আল হিলালের কাছে ৪-১ গোলের ব্যবধানে হেরে শিরোপা খুইয়েছে রোনালদো-মানেরা।

বিজ্ঞাপন

শনিবার ( ১৭ আগস্ট) ফাইনালে মাঠে নামার আগেই নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে আল হিলালকে হুঙ্কার রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে নেমেও তার প্রমাণ দিয়েছিলেন তিনি। প্রথমার্ধে গোল করে এগিয়ে নেন এই পর্তুগিজ পোস্টারবয়। তবে শেষ রক্ষা হয়নি আল নাসরের। বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে পঞ্চম শিরোপা ঘরে তুলেছে আল হিলাল।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে শুরুতে দুই দলই দেখে শুনে এগোতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা এগোতে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। তবে বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিটে) গোল করেন ৫ বারের ব্যালন ডি'অর জয়ী তারকা রোনালদো। তাকে অ্যাসিস্ট করেন আব্দুলরহমান গরিব। 

বিজ্ঞাপন

কিন্তু ৩৯ বছর বয়সী তারকা রোনালদোর চোখ পানিতে ছলছল হয়ে ওঠে দ্বিতীয়ার্ধে আল হিলালের ১৭ মিনিটের ঝড়ে। ৫৫ মিনিট থেকে ৭২ মিনিট পর্যন্ত ৪ গোল করে আল হিলাল। বলতে গেলে দুই সার্বিয়ান তারকাই রোনালদোর স্বপ্ন ধুলিসাৎ করে দেন। ৫৫ মিনিটে গোল করেন আল হিলালের সার্বিয়ান মিডফিল্ডার সার্জেজ মিলিনকোভিক-সাভিক। এতে ১-১ সমতায় ফেরে আল হিলাল।

এরপর ৬ মিনিটের মধ্যে আল হিলালের হয়ে দুটি গোল করে বসেন আরেক সার্বিয়ান আলেকসান্ডার মিত্রোভিক। ৬৩ ও ৬৯ মিনিটে গোল করেন তিনি। এতে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৭২ মিনিটে ব্যবধান ৪-১ করেন আল হিলালের ম্যালকম। এতে রোনালদোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

এ সময় মাঝমাঠে ভীষণ হতাশ দেখায় রোনালদোকে। দুই হাত গালে ঠেকিয়ে ঘুমের ভঙ্গি করলেন পর্তুগিজ মহাতারকা। সেখানেই থামলেন না তিনি, হাতের ইশারায় বুঝিয়ে দিলেন সব আশাই শেষ। অনেকটা অসহায় আত্মসমর্পণই করে আল নাসর। শেষ পর্যন্ত ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে রোনালদো।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission